নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জালালাবাদ এসোসিয়েশনের মতবিনিময় সভা
নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি সঙ্গে প্রবাসের বৃহত্তম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনকের নেতারা এক মতবিনিময় সভায় মিলিত হন।
গেল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জালালাবাদ এসোসিয়েশনের নিজস্ব ভবনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক কোষাধ্যক্ষ কুষাদক্ষ আতাউল গনী আসাদ।
স্বাগত বক্তব্য রাখেন সদস্য হেলিম উদ্দীন, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, ইমাদ চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ সৌকত আলী,জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীসহ অনেক নেত্রীবৃন্দ।
পররাষ্ট্রমন্ত্রী জালালাবাদ এসোসিয়েশনের ভবন পরিদর্শন করেন। তিনি বলেন, জালালাবাদের একটি নিজস্ব ভবন হয়েছে দেখে আমি আনন্দিত, এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের নব নিযুক্ত কনসাল জেনারেল নাজমুল হুদা, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজ আহমেদ দপ্তর সম্পাদক জগলু চৌধুরীসহ প্রবাসের সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাহবুব হাসান এমবিই, রফিক উদ্দীন চৌধুরী রানা দি অপটিমিস্ট,এড.শেখ আক্তারুল ইসলাম, মো.আবু তাহের সিইও টাইম টিভি, আব্দুল মালেক খান লায়েক সভাপতি সিলেট সদর সমিতি, কথাসাহিত্যিক ইসতিয়াক রুপু, শিল্পী সেলিম চৌধুরী, ইয়ামীন রসিদ, ফজলুর রহমান সভাপতি মৌলবীবাজার জেলা সমিতি, শাহ্ মিজানুর রহমান সদস্য বাংলাদেশ সোসাইটি, মৌলানা সাইফুল আলম সিদ্দিকী, মৌলানা এম এ কাইয়ুম, দেওয়ান মঞ্জু হবিগঞ্জ সোসাইটি সাবেক সভাপতি, শাহ্ নূর কোরেশি, অব্দুল করিম সাবেক প্রচার সম্পাদক জালালাবাদ, আবুল খায়ের মঞ্জু, নজরুল ইসলাম সাবেক সভাপতি কাতার জালালাবাদ, ব্যবসায়ী বেলাল চৌধুরী, ফক্কু চৌধুরী, মইনুজ্জানান চৌধুরী, শাহ গোলাম রাহিম শ্যামল, মনসুর চৌধুরী, এনায়েত হোসেন জালাল সাধারণ সম্পাদক মদিনা মসজিদ, আব্দুস সালাম সাবেক সাধারণ সম্পাদক উসমানী নগর সমিতি, মখন মিয়া, আবুল কালাম সাবেক সাধারণ সম্পাদক হবিগঞ্জ সদর সমিতি, ফারুক আহমেদ, আব্দুস সবুর, তুলন প্রমুখ।