
চলছে একুশে বইমেলা। ২০২২ সালে বই প্রকাশনা জগতে আত্মপ্রকাশ করল অনুস্বর পাবলিকেশনস্।
এ বছর মেলায় প্রকাশিত হয়েছে অনুস্বর পাবলিকেশনসের প্রথম বই ‘ভাবনার উৎসে’। বইটির লেখক শাহ্ জে. চৌধুরী। শাহ্ জে. চৌধুরী পেশাগতভাবেম একজন সাংবাদিক ও সম্পাদক। তাঁর সম্পাদনায় নিউ ইয়র্কের জনপ্রিয় সংবাদপত্র রূপসী বাংলা প্রকাশিত হচ্ছে। ২০২১ সাল থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে রাজনৈতিক ধারার ম্যাগাজিন ‘অনুস্বর’।
‘ভাবনার উৎসে’ বইটিতে লেখকের সর্বমোট ২৩টি রচনা স্থান পেয়েছে। লেখাগুলো বিভিন্ন সময়ে অনুস্বর ও রূপসী বাংলাসহ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।
বইটির পৃষ্ঠা সংখ্যা ৯৬। উন্নত কাগজ আর চমৎকার প্রচ্ছদ ও বাঁধাইয়ে দৃষ্টিনন্দন এ বইটির দাম রাখা হয়েছে ২৮০ টাকা। বইমেলা থেকে পাঠকরা ২৫ ভাগ ছাড়ে ২১০ টাকায় বইটি কিনতে পারবেন।
এছাড়া বাড়িতে বসে বইটি পেতে চাইলে ফোন করলে হোম ডেলিভারি করা হবে বলে জানানো হয়েছে। হোম ডেলিভারি পেতে বাংলাদেশে ০১৭ ৩৫৯২ ২০৭৭ নাম্বারে বইয়ের দাম বিকাশ ঠিকানা এসএমএস করতে হবে। এবং যুক্তরাষ্ট্রে বইটি পেতে + (৯১৭) ৫৪৭ ২৩০৪ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
খুব তাড়াতাড়িই ‘ভাবনার উৎসে’ বাংলাদেশের অনলাইন বইয়ের দোকান বাতিঘর ও রকমারি থেকে বইটি কেনা যাবে।