সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা, দুলাল খান ও দিঠি
বিনোদন প্রতিবেদক: স্টার প্লাস কমিউনিকেশন আয়োজিত ‘স্টার প্লাস মিউজিক অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠান আয়োজিত হচ্ছে আগামীকাল ১ ডিসেম্বর বিকাল ৫টায় প্যান-প্যাসিফিক হোটেল সোনারগাঁয়। এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন নজরুল সংগীতের প্রখ্যাত শিল্পী ফেরদৌস আরা।
সংগীত বিভাগে সেরা শিল্পীর পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় শিল্পী দিঠি আনোয়ার। আর বিনোদন সাংবাদিকতায় পুরষ্কার পাচ্ছেন বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও বৈশাখী টেলিভিশনের মিডিয়া মুখপাত্র দুলাল খান।
এছাড়া যারা সম্মাননা পাচ্ছেন তারা হলেন, চলচ্চিত্রকার দেওয়ান নজরুল, লায়লা নাজনীন হারুন, জাবেদ আহমেদ কিসলু, ইফতেখার হোসেন পিন্টু, ব্যান্ড দল স্পন্দন, বুলবুল টুম্পা, সৈয়দ আলী আহসান লিটন, দীপ্তি চৌধুরী, অনামিকা পুনম, সেলিনা ওসমান শর্মী ও সানজিদা তন্বী।
স্টার প্লাস কমিউনিকেশনের পরিচালক নাজমুল খান জানান, সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা প্রধান লে. জেনারেল এম. হারুন-অর-রশিদ (অব.) বীরপ্রতীক, বিশেষ অতিথি থাকবেন প্রখ্যাত গায়ক ফেরদৌস ওয়াহিদ।