যুক্তরাষ্ট্র

ইউক্রেনে আকস্মিক সফরে যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি জিল বাইডেন

সম্প্রতি এক অনির্ধারিত সফরে ইউক্রেন গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ও মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন। স্থানীয় সময় গতকাল রোববার যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে পৌঁছান তিনি। অঘোষিত এ সফরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী ও ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কার সঙ্গে বৈঠক করেন জিল। খবর সিএনএন ও রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সীমান্ত শহর উজহোরোদের একটি স্কুলে বৈঠকে মিলিত হন জিল বাইডেন ও ওলেনা জেলেনস্কা। বৈঠকের পর জিল বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের মানুষ ইউক্রেনের জনগণের পাশে রয়েছে। এখনই এ ভয়ংকর যুদ্ধ বন্ধ হওয়া দরকার বলে মনে করে বাইডেন প্রশাসন।

অন্যদিকে ওলেনা বলেন, চলমান যুদ্ধে জিল বাইডেনের এ সফর যথেষ্ট সাহসী সিদ্ধান্ত। বিশ্ব মা দিবসে এখানে এসেছেন, যা এটি খুবই প্রতীকী। এমন গুরুত্বপূর্ণ দিনে আপনার ভালোবাসা ও সমর্থন পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এসময় দুজনেই বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ খেলেছেন।

মার্কিন ফার্স্টলেডি ইউরোপে চার দিনের সফরে বের হয়েছেন। এসময়ে তিনি রোমানিয়া ও স্লোভাকিয়ায় বিভিন্ন শরণার্থী পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। এর পর তিনি স্লোভাক সীমান্ত শহর ভিসনে নেমেকে থেকে পশ্চিম ইউক্রেনের উজহোরোদ পর্যন্ত প্রায় ১৫ মাইল ভ্রমণ করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension