প্রধান খবরবইমেলাবাংলাদেশ

ফুরিয়ে গেল একুশে বইমেলা

ফুরিয়ে গেল একুশে বইমেলা। বইমেলার শেষ দিনে উপচে পড়া মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে।
 
শনিবার দুপুর পর্যন্ত মেলা প্রাঙ্গণ ছিল শান্ত। পাঠক ছিলেন, তবে ভিড় ছিল কম।
 
বেলা গড়িয়ে বিকাল হতে না হতেই রাজধানী ও আশপাশের বিভিন্ন প্রান্ত থেকে জনস্রোত শুরু হয় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের পথে।
 
দোয়েল চত্বর এবং টিএসসি দু প্রান্ত থেকেই বাংলা একাডেমি পর্যন্ত রাস্তায় ছিল মানুষের ঢল।
 
এসময় মেলা প্রাঙ্গণে প্রবেশ করতেও লাইনে দাঁড়াতে হয় পাঠক-দর্শনার্থীদের।
 
মেলা ঘুরে দেখা যায়, দর্শনার্থী পাঠকদের মধ্যে উৎসবমুখর আমেজ। যারা ঘুরতে এসেছেন, তাদের কেউ কেউ শেষবারের মতো পছন্দের জায়গায় ছবি তুলছেন, আবার কেউ কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন।
 
বইপ্রেমীরা ঘুরছেন মেলার স্টলে স্টলে। ঘোরাঘুরি করছেন লেখকরা। কেউ কেউ বসেছেন তার বইয়ের প্রকাশকের স্টলে, কেউ জমিয়ে আড্ডা দিচ্ছেন বন্ধুসহ চেনা-অচেনা পাঠকদের সঙ্গে।
এর বাইরে অনেককে লম্বা ফর্দ নিয়ে পছন্দের বই কিনতে স্টলে স্টলে ঘুরতে দেখা গেছে। কারও হাতে, কারও ঝোলায় পছন্দের বই।
 
মেলায় আগত দর্শনার্থীরা বলেন, পুরো মাস জুড়ে বইমেলার প্রতি আমাদের ভালোবাসা থাকে। কিন্তু, শেষ বেলায় তার প্রকাশ আরও বেশি দেখা যায়। পাঠক হিসেবে কিছু একটা হারানোর বেদনাও অনুভব থাকে।
 
মেলায় প্রকাশকদের সঙ্গে কথা বলে জানা যায়, শেষ দিনে বিক্রি ভালোই হচ্ছে। মোটামুটি যারাই মেলায় আছেন, সবাই বই কিনছেন। ♦
 
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension