
তুহীন বিশ্বাস
চোখের তারায় আঁধার নামে যখন-তখন
ভাগ্যাকাশে হতাশ জমে মেঘের মতোন।
প্রভাত ঘাসের শিশির কণা ধুলোয় মাখা
সেই ধুলোতে বিষের ফোঁটা দিচ্ছে দ্যাখা।
এক চিলতে হাসির জন্য কাঁদছে ওরা
সবখানে আজ চলছে যেন শান্তি খরা।
অত্যাচারীর খড়গ নেমে আসছে যখন
অসভ্য আজ সভ্যতাকে করছে শোষণ।
কবিতারা আজ কথা বলে স্বার্থের টানে
মিথ্যাগুলো চালিয়ে দিচ্ছে শব্দের বাণে।
আসল ছেড়ে নকল ধরে চলছে সমাজ
প্রজন্মটা ধ্বংস হচ্ছে, বিলীন হচ্ছে লাজ।