কালবৈশাখীর নিঝুম সন্ধ্যাবেলায়
ধরণীর ‘পরে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার
নিঃস্তব্ধ সুনসান চারিপাশ
জোনাকিরা ক্ষীণ আলো পথ দেখায়।
দ্রুত ঘনিয়ে আসে নিকষ দীর্ঘ রজনি
কর্দমাক্ত মেঠো পথে আগন্তুকের সীমিত পদচারণা
রাতের আকাশে চলে না চাঁদ তারার নিবিড় খেলা
জাগতিক বাসনা দ্রুত স্বপ্নের আড়ালে চাপা পড়ে।
কর্কশ স্বরে বিশ্রি ডেকে ওঠে বেওয়ারিশ কুকুর
নিদ্রাহীন ব্যাঙেরা ঘ্যাঙর ঘ্যাঙ গানে উৎসবে মাতে
তাণ্ডব চালানো কালবৈশাখীর অবশিষ্টাংশ বিদ্যমান
বেসুরো সুরে রাতভর চলে ঝিঝি পোকার আর্তনাদ।