
বাইশে আইন
জাহান আরা
আম কাঁঠালের আপন দেশে
বাইশে আইন সর্বনেশে !
কেউ যদি যায় পড়াতে বসে
ম্যাজিস্ট্রেটে ধরবে ঠেসে
ধরামাত্র সোজা বিচার
বাইশশো টাকা দণ্ড তার।
স্কুল কলেজ বন্ধ তাই
বই দেওয়ারও কারণ নাই
বাপ মায়েরা চুক্তি করে
পুরনো বইয়ে ভক্তি সারে
পুরনো বইয়ের দর দ্বিগুণ
সকাল বিকাল বাইশ গুণ।
চলছে সবই অফলাইনে
স্কুলটা কেবল অনলাইনে
ছেলেমেয়ের ফুর্তি ভারি
গার্জেনদের মাথায় বাড়ি
মাস্টারেরা চোরের মতো
লুকিয়ে পড়ায় একটা দুটো।
হঠাৎ যদি খবর ছোটে
রাজপেয়াদা এসে জোটে
খপাস করে ঘাড়টা ধরে
বাইশ’ হাজার ট্যাকসো করে
কোচিং পড়া চলতে হলে
লাইসেন্স করো ছলেবলে।
রাত দুপুরে পাড়ার মোড়ে
বাজনা বাজে বেদম জোরে
হচ্ছেটা কি? – পিক নিক!
বাণিজ্য মেলা চলছে ঠিক
সমস্যা শুধু শিক্ষাটা
বন্ধ রাখা তাই এটা।
শিক্ষা নাকি মেরুদণ্ড!
ব্যবস্থাটা খণ্ড খণ্ড
নিত্য চলে ঢেলে সাজা
মেরুদণ্ড আর নাই সোজা
চলছে জাতি কোমর ভাঙা
বাইশ দফায় বাইশ রঙা।