
ফারজানা ইয়াসমিন
স্বাধীনতা তোমার জন্য তুলেছে অস্ত্র
বাংলার দামাল ছেলেরা।
স্বাধীনতা তোমার জন্য রক্তের স্রোত
গেছে ভেসে বাংলার বুকে।
স্বাধীনতা তোমার জন্য কেঁদেছে মা
সন্তানহারা কাতর শোকে।
স্বাধীনতা তোমার জন্য হয়েছে আন্দোলন
মাতৃভূমি রক্ষা করতে।
স্বাধীনতা তোমার জন্য স্লোগান দিয়েছে
পথে প্রান্তের যত বাঙালি।
স্বাধীনতা তোমার জন্য গর্জে উঠেছে
আছে যত সাহসী মুক্তিকামী।